×

জাতীয়

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৯:৩৮ এএম

তেলের দাম ১০ টাকা কমছে

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার। তেজগাঁওয়ের কলোনী বাজারে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে আরো জানানো হয়, তেলের দাম ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকা করা হচ্ছে। জানতে চাইলে টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ও আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. হুমায়ুন কবির ভোরের কাগজকে বলেন, টিসিবির তেলের মূল্য বাজারের সঙ্গে সমন্বয় করে ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকা করা হয়েছে। অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তিত থাকবে।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নি¤œআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি, ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। সেই লক্ষ্যে জুন মাসে বিক্রয় কার্যক্রম মঙ্গলবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেল-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

জুন মাসে বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করবে সংস্থাটি। প্রতি কেজি চিনি ৭০ টাকা, প্রতি কেজি মসুর ৭০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App