×

জাতীয়

নির্বাচন ক্লিন না হলে আন্দোলন: ফয়জুল করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০১:১৭ এএম

নির্বাচন ক্লিন না হলে আন্দোলন: ফয়জুল করিম

বরিশালের নির্বাচনের দিকে গোটা দুনিয়া তাকিয়ে আছে। কাজেই নির্বাচন যদি কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ হয়, ক্লিন না হয় এবং যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আন্দোলনের অবস্থা ভিন্ন দিকে মোড় নেবে। এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

ফয়জুল করিম বলেন, শেষ মুহূর্তে এসে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের কর্মীদের হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। প্রশাসনের অতি উৎসাহীরা এমনটা করছে বলেই মনে হচ্ছে। ভোটের দিন কেন্দ্রে কী করবে সেটা এখন দেখার বিষয়। আমার বিশ্বাস নির্বাচন সুষ্ঠু হবে, ভোটের পরিবেশ হবে শান্তিপূর্ণ। কোনো অবস্থায় অশান্তি অপতৎরতা মেনে নেব না।

নগরবাসীকে ভোটকেন্দ্রে এসে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানান এই প্রার্থী। তার মতে, ভোটাররা সুযোগ পেলে এখানে হাতপাখার বিজয় সুনিশ্চিত।

তিনি বলেন, অপেক্ষা করুন একটি নিরব ভোট বিপ্লব দেখতে পারবেন। নগরবাসী এবার ইসলামী আন্দোলনের পক্ষে রায় দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App