×

জাতীয়

গণতন্ত্র বিকাশে দ্বাদশ নির্বাচনের বিকল্প নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:৫১ পিএম

গণতন্ত্র বিকাশে দ্বাদশ নির্বাচনের বিকল্প নেই
গণতন্ত্র বিকাশে দ্বাদশ নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ শেখ ছালাউদ্দিন ছালু। তিনি বলেন, নির্বাচন করতে হবে। নির্বাচনের কোন বিকল্প নেই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে । আমরা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিব। সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দিব। 'সংবিধান সমুন্নত রক্ষার স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচনের কোন বিকল্প নাই' শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে শনিবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করেন। গণতন্ত্র বিকাশ মঞ্চ এই আলোচনা সভার আয়োজন করে। শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এখন ভোটকেন্দ্রে ১৫ থেকে ২০ শতাংশ লোক যাচ্ছে ভোট দিতে। ৮০ শতাংশ লোক ভোট দিতে যাচ্ছে না। ভোটারদের অনুরোধ করবো ভোট আপনাদের আমানত। যদি ভোটকেন্দ্রে না যান তাহলে আমানতের খেয়ানত করলেন। আপনারা ১ হাজার ৮২৫ দিনের মধ্যে মাত্র ১দিন আপনাদের ক্ষমতা আছে। এই ১দিন আপনাদের ক্ষমতার মাধ্যমে ১৮২৪ দিন যে ক্ষমতায় আছে তাকে পরিবর্তন করতে পারেন এবং দুর্নীতিবাজদের প্রতিহত করতে পারেন। তাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেশের সাধারণ মানুষের উপর কোন প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, এই ভিসা নীতি বাংলা মানুষের উপর কোন কার্যকর প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসৎ রাজনীতিবিদরাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতির জন্য আতঙ্কিত। অনেক দেশে যুক্তরাষ্ট্র তাদের এই ভিসা নীতি প্রয়োগ করেছে। আফ্রিকার উগান্ডা এবং নাইজেরিয়া এই ভিসা নীতি তেমন প্রভাব ফেলেনি। এখন পরিবার কেন্দ্রিক রাজনীতি চলছে-এমন অভিযোগ করে তিনি বলেন, রাজনীতিবিদরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা পরিবার কেন্দ্রীক রাজনীতি করছে। যার উদাহরন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের হাসানুল হক ইনু তাদের স্ত্রীকে এমপি বানিয়েছেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-এনপিপি'র সিনিয়ার প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর স্টেয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, এনপিপি'র মহাসচিব ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর স্টেয়ারিং কমিটির সদস্য মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)'র সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপি'র প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর স্টেয়ারিং কমিটির সদস্য শেখ আবুল কালাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App