×

জাতীয়

কামড়ে শিশুর হাত ছিঁড়ে নিয়ে গেল চিড়িয়াখানার হায়েনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৮:৪০ পিএম

কামড়ে শিশুর হাত ছিঁড়ে নিয়ে গেল চিড়িয়াখানার হায়েনা
রাজধানী ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় খাঁচাবন্দি হায়েনা দুই বছরের এক শিশুর হাত কামড়ে নিয়ে গেছে। কামড়ের একপর্যায়ে শিশুটির ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। চিড়িয়াখানার লোকজনের সহায়তায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীটি এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে। ভুক্তভোগী শিশুটির নাম সাইফ। সাইফের বাবা গার্মেন্টকর্মী মো. সুমন গণমাধ্যমকে বলেন, আমি আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করি। আজ সকালে ছেলে সাইফকে নিয়ে আমার স্ত্রী এলাকার আরও কয়েকজনের সঙ্গে চিড়িয়াখানায় যায়। দুপুর ১২টার দিকে চিড়িয়াখানায় হায়েনার খাঁচার সামনে মায়ের কোল থেকে নামে সাইফ। হঠাৎই হায়েনার খাঁচার সামনে চলে যায়। খাঁচার ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে দিলে হায়েনাটি কামড় দেয়। কামড়ের একপর্যায়ে ডান হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চিড়িয়াখানার লোকজনের সহায়তায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তারা পঙ্গু হাসপাতালে পাঠায়। চিড়িয়াখানার সরকারী পরিচালক মুজিবুর রহমান জানান, আহত শিশুটি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরইমধ্যে তার এক দফা অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার প্রাথমিক ব্যয়বহন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হায়েনা শিশুটির হাতের যে অংশ নিয়ে গেছে সেটি আর পাওয়া যায়নি। ঘটনার পরপরই আমরা শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য সব ব্যবস্থা করি। পঙ্গু হাসপাতালে এখনও শিশুটি চিকিৎসা সহায়তার জন্য আমাদের একজন কর্মকর্তা রয়েছেন। তিনি সবকিছু দেখভাল করছেন। মুজিবুর রহমান আরও বলেন, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে লোকসমাগম থাকলেও এ ধরনের ঘটনা ঘটেনি। এ ঘটনার পরপরই সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তারা এ বিষয়টি দেখছেন। মিরপুর বিভাগের (দারুস সালাম জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, চিত্রা হায়েনার খাঁচাটি সাত ফুট উচু লোহার রড ও বেড়া দিয়ে ঘেরা। তার ফুটখানেক আগে লোহার রড দিয়ে একটি নিরাপত্তা বেষ্টনী আছে। ওই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম না করার বিষয়ে নির্দেশনা সেখানে টানানো আছে। শিশুটি কোনোভাবে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বেড়ার ফোকর দিয়ে ডান হাত এগিয়ে দিলে হায়েনা তা কামড়ে ছিঁড়ে নেয়। শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান হাতের কব্জি সহ অনেকখানি কামড়ে ছিঁড়ে নিয়েছে প্রাণীটি। পুলিশ কর্মকর্তা মফিজুর জানান, মা শিউলি সহ ছয় স্বজনের সঙ্গে বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে চিড়িয়াখানায় এসেছিল শিশুটি। সবার অলক্ষ্যে ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবুও এখানে কারও গাফিলতি আছে কি না সেটি তদন্ত করে দেখা হচ্ছে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত করে কেন ঘটল, এখানে কারও দায়িত্ব অবহেলার বিষয় ছিল কি না- সেই বিষয়গুলো নিশ্চয় উঠে আসবে। এবং কারও দায়িত্ব অবহেলার বিষয় প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App