×

জাতীয়

আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০১:০৫ পিএম

আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

ছবি: সংগৃহীত

আবার ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে বাংলাদেশের জাতীয় গ্রিডে এ সরবরাহ শুরু হয়।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায় এ তথ্য।

দেশের ওপর দিয়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে লোডশেডিং। এর মাঝে বুধবার বিকেল পৌনে ৩টায় দেশে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে চলমান বিদ্যুৎ সকটের মধ্যে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। সেই রেশ না কাটতেই ফের সেখান থেকে সরবরাহ শুরু হলো।

পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান জানান, এদিন সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

বর্তমানে ঝাড়খণ্ডে আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্র থেকে দেশে দৈনিক ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে তা বাংলাদেশে প্রবেশ করছে।

পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন, বুধবার রহনপুরে টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে। এতে বিকেল ৪টায় সর্বোচ্চ ৩ হাজার ৪১৯ মেগাওয়াট লোডশেডিং হয়। পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে বিকেল ৩টা ৬ মিনিটে লাইনটি চালু হয়। আর যাবতীয় কারিগরি প্রস্তুতি শেষে রাত ৩টা ৪৩ মিনিটে আদানির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App