×

জাতীয়

ইসলামী আন্দোলনের ১৭ দফা নির্বাচনী ইশতেহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:৫০ পিএম

ইসলামী আন্দোলনের ১৭ দফা নির্বাচনী ইশতেহার

ছবি: ভোরের কাগজ

মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও সিন্ডিকেট মুক্ত বরিশাল নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সাউথ কিং চাইনিজ হোটেলে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলটির মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিম এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচনী ইশতেহারে নগরীর নিরাপদ বাসস্থান ও কর্মক্ষেত্র নিশ্চিত করা, টেকসই ও উন্নত রাস্তাঘাট নির্মাণ করা, নদী ভাঙন ও বেরিবাধ নির্মাণ, শহরের সবুজ সবুজায়ন ও শোভা বর্ধন করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা, পয়নিষ্কাশনের জন্য আধুনিক মানের ড্রেন নির্মাণ ও খাল খনন করা,পরিকল্পিত ইউনিটি টানেল ও সুয়ারেজ লাইন নির্মাণ করা, পানি নিষ্কাশন পাম্পের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন করা, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণ করা, সড়ক বাতির ব্যবস্থা করা, পথচারীদের নিরাপদ যাতায়াতের জন্য ফুটপাতগুলো প্রশস্ত করা, মসজিদ, মন্দির গির্জায় ধর্মীয় শিক্ষা চালু করা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নগর বিশেষজ্ঞ কমিটি গঠন করা, ওলামায়ে কেরাম, সাংবাদিক, শিক্ষাবিদ,বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে পরামর্শ পরিষদ গঠন করা এবং বিগত দিনে যারা সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি ছিলেন তাদেরকেও সঙ্গে নিয় নগরের উন্নয়নে কাজ করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App