×

জাতীয়

দেশে আজ ঘুষ ছাড়া কোনো কাজই হয় না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৬:৫৭ পিএম

দেশে আজ ঘুষ ছাড়া কোনো কাজই হয় না
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এজেন্সি টু এনোভেট নামে একটি প্রকল্প ও আইটি পার্ক তৈরির বিল সংসদে উত্থাপণের বিরোধীতা করে কাজী ফিরোজ বলেছেন, জোনায়েদ আহমেদ পলক যে নতুন নতুন কোম্পানী খুলেছেন, এটা হচ্ছে ঠিক ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর মত, সমস্ত ব্যবসা বাণিজ্যকে নিজ হাতে নেবার একটা পায়তারা। আজ পর্যন্ত আমাদের ট্যাক্স বা ভ্যাট অটোমেশন করতে পারেনি। আপনি যে ট্যাক্স দেবেন তা ঘুষ ছাড়া দেয়া সম্ভব হবে না। দেশে এখন ঘুষের মালা পরানো হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। তিনি আরও বলেন, আমরা বার বার বলেছিলাম ভ্যাট-ট্যাক্সকে আপনি অটোমেশন করে দিন। আপনি তা পারেননি। পৃথিবীর কোনো দেশে আছে আজকে টেবিল মানি দিয়ে যা ট্যাক্স দিতে হবে তার চেয়ে বেশী দিতে হবে ঘুষ। ঘুষের ওপর যদি দেশটা চলে তাহলে কিভাবে উন্নতি হবে। প্রতিমন্ত্রী পলকের উদ্দেশ্যে কাজী ফিরোজ বলেন, শুধু প্রধানমন্ত্রীর ওপর চাপিয়ে দিয়ে বা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙ্গিয়ে সব কিছু করবেন এটা তো হতে পারে না। এটা জনগণ বোঝে। আপনি যা বলবেন তা হজম করতে হবে তা তো হয় না। বুধবার (৭ জুন) জাতীয় সংসদে আইটি পার্ক ও এটুআই নামক একটি এজেন্সি খোলার বিষয়ে আপত্তি জানিয়ে কাজী ফিরোজ এ মন্তব্য করেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন। এর আগে বিলটি উত্থাপণের বিরোধীতা করে কেন কোম্পানি খুলতে হবে তার ব্যাখ্যা চান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, সরকারই তো এ কাজটি করতে পারে। কাজী ফিরোজ বলেন, শুধু আওয়ামী লীগ সরকারের আমলে সব আইটি সেক্টরের উন্নতি হয়েছে? আপনারা তো ২০ বছর ক্ষমতায় ছিলেন, বিশ বছরের কিছু হয়েছে। এর আগেও কিন্তু আটোমেশন ছিল। এর আগে আমরা স্টক এক্সচেঞ্চে সব অটোমেশন করি। এখন আইটি পার্ক খোলার জন্য আপনি বিল আনছেন, তার কাজটা কি? এটা খুলে সমস্ত ব্যবস্যা-বাণিজ্য আপনি নিজ হাতে নেবেন? এদেশের জনগণ এতো বোকা না, তারা সব বোঝে। যা বর্তমানে আছে তাই তো যতেষ্ঠ ছিল, কেন আপনি নতুন কোম্পানি খুলবেন, ল্যাবট্যাব কারখানা খুলবেন, লোকবল বাড়াবেন তা ঠিক হবে না। জাপার এ সংসদ সদস্য বলেন, ২০০৫ সালে স্টক এক্সচেঞ্জ সম্পূর্ণভাবে অটোমেশন হয়ে গেছে। আর আজকে জোনায়েদ আহমেদ পলক বলেছেন, ওনারা সব কিছু অটোমেশন করেছেন, এটা ঠিক না। ওনার নোটিশে এসব থাকতে হবে। যেখানে ১৮ লাখ শেয়ার প্রতিদিনি লেনদেন হয়। এক টাকাও এদিকে ওদিন হয় না। এটা ওনার নোটিশে থাকা উচিৎ। প্রতিউত্তরে জুনায়েদ আহমেদ পলক বলেন, সম্মানীত সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ যে বিষয়টি উত্থাপণ করেছেন, আসলে এই সংসদে যদি সঠিক ভাবে তা উপস্থপিত হয় ঠিক মত না বোঝা হয় তা হলে একটা ভুল ম্যাসেজ চলে যাবে। আমি যে আইনটি উত্থাপণ করেছি এটার কোনো জায়গায় কিন্তু বলা নেই একটা কোম্পানী প্রতিষ্ঠা করা হবে। একটা এজেন্সি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এটা কোম্পানী গঠনের জন্য আইন নয়, এটা মনে রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App