×

জাতীয়

রেল যোগাযোগ উন্নয়নে ব্যবস্থা নেয়া হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১১:১৩ এএম

রেল যোগাযোগ উন্নয়নে ব্যবস্থা নেয়া হচ্ছে

ছবি: বিটিভি থেকে সংগৃহীত

রেল যোগাযোগ উন্নয়নে ব্যবস্থা নেয়া হচ্ছে
রেল যোগাযোগ উন্নয়নে ব্যবস্থা নেয়া হচ্ছে

সরকার সারাদেশে রেল যোগাযোগ উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রবিবার (৪ জুন) গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে একদিকে দ্রব্যমূলের উর্ধ্বগতি অন্যদিকে বিদ্যুৎ সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত কিভাবে এই সংকট সমাধান করা যায়। আজকে এই সংকট শুধু আমাদের বাংলাদেশের নয়। সারা বিশ্বেই সৃষ্টি হয়েছে। এজন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, সমালোচকরা যে যাই বলুক সরকার বাজেট দেয় ও বাস্তবায়ন করে দেখায়। এই বাজেট বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আওয়ামী লীগ সেটা বাস্তবায়ন করতে পারবে। আর আমাদের দেশের কিছু লোকের কাজেই হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশীদের কাছে অভিযোগ করে যাওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App