×

জাতীয়

বাজেট জনহিতকর উন্নয়নমুখী কৃষি ও ব্যবসাবান্ধব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০১:০৪ পিএম

বাজেট জনহিতকর উন্নয়নমুখী কৃষি ও ব্যবসাবান্ধব

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত জাতীয় বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী বলে মনে করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক। প্রস্তাবিত বাজেট ঘোষণার জন্য জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়। এটা দেশের ৫২তম বাজেট এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক ১৫তম বাজেট। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির আয়কর সীমা ৩ লাখ ৫০ হাজার, নারী ও বয়স্কদের আয়করসীমা ৪ লাখ টাকা করা এবং মাংস ও মাংসজাত পণ্য, মিষ্টি জাতীয় পণ্য, ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধ, ম্যালেরিয়া চিকিৎসা, ধান ও আলু রোপণের মেশিন ও কৃষি যন্ত্রপাতি, পশুখাদ্য, সাবান ও শ্যাম্পুর দাম কমানো, ১৩৪টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব ও ১৫১টি পণ্যের রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের প্রস্তাবসহ ঔষধ, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে কর ছাড়ের মেয়াদ বাড়ানোয় ব্যবসায়ী সমাজসহ সব শ্রেণির মানুষের জন্যে সুষম বাজেট হয়েছে বলে খুলনা চেম্বার মনে করে।

এছাড়া খানজাহান আলী বিমানবন্দর যথা শিগগিরই চালু করা ও খুলনায় গ্যাস সংযোগ দিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের জোর দাবি জানিয়েছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। একই সঙ্গে খুলনা চেম্বার আশা করছে দেশে চলমান মেগাপ্রকল্পগুলো বাস্তবায়নে এ বাজেট বিশেষ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App