×

জাতীয়

সিআর দত্ত-পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতি রক্ষায় সমাধিসৌধ নির্মাণের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৭:৫৮ পিএম

সিআর দত্ত-পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতি রক্ষায় সমাধিসৌধ নির্মাণের দাবি

সিআর দত্ত ও পঙ্কজ ভট্টাচার্য। ফাইল ছবি

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সিআর দত্ত বীরউত্তম ও মুক্তিযুদ্ধকালে ছাত্র ইউনিয়ন-ন্যাপ-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর কমান্ডার, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণে সমাধিসৌধ স্থাপনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল (অব.) সিআর দত্ত বীরউত্তমকে সবুজবাগ মহাশ্মশানে ও পঙ্কজ ভট্টাচার্যকে পোস্তগোলা মহাশ্মশানে দাহ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App