×

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে এসেছে আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৫:৪৮ পিএম

https://www.youtube.com/watch?v=RXZfPpy37fg

বঙ্গবন্ধুর আদর্শের থেকে আওয়ামী লীগ সরে এসেছে। সেই সঙ্গে ‘হেফাজত আওয়ামী লীগের বন্ধু’ বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবির।

‘জাতীয় নির্বাচন ২০২৪: ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগণের অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বুধবার (৩১ মে) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।‌

শাহরিয়ার কবির বলেন, নির্বাচন আসলেই ধর্মীয় সংখ্যালঘুদের উদ্বেগ ও শঙ্কার মধ্যে থাকতে হয়। ২০০১ সালের নির্বাচন তেমনি একটি নজির স্থাপন করেছে।‌ মানবাধিকার ও আন্তর্জাতিক পর্যায়ে নজরদারিতে নির্যাতন কমলেও উদ্বেগ কমেনি। সংখ্যালঘুদের সুরক্ষা দিতে সরকার, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে।‌

দ্বাদশ নির্বাচনের সময় চলে এসেছে কিন্তু একাদশ নির্বাচনে আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পূরণ হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য।‌ সংখ্যালঘু সুরক্ষা আইন এখনো প্রণয়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এই আইন না হলে আগামীতেও হয়তো সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হবেন।‌ আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ আমাদের ওপর বিভিন্ন নসিহত (উপদেশ) দিচ্ছে। অথচ ২০০১ সালে ন্যাক্কারজনকভাবে সংখ্যালঘুদের ওপর যখন সহিংসতা হলো তখন আমেরিকা কোথায় ছিলো? আমেরিকার সঙ্গে জামায়াতের সে সখ্যতা তা নতুন নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App