×

জাতীয়

ফোবানা সম্মেলন আগামী ২ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০১:৪৯ পিএম

ফোবানা সম্মেলন আগামী ২ সেপ্টেম্বর

ছবি: ভোরের কাগজ

‘বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতিকে উত্তর আমেরিকার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে আগামী ২-৩ সেপ্টেম্বর আমেরিকার কানেক্টিকাটের নিউ হেভেন শহরে আয়োজন করা হবে ফোবানা সম্মেলন।

আজ বুধবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানা সম্মেলনে ২০২৩ এর আহ্বায়ক ও বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব কানেক্টিকাট (বাক), ইউএসএ এর সভাপতি নুরুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ফোবানা উত্তর আমেরিকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত একটি সংগঠন।

এই সংগঠনের (ফোবানার) তত্বাবধানে প্রতি বছর আমেরিকার লেবার ডে উইকেন্ডে কোন না কোন স্টেটে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয় যা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। এবার প্রথমবারের মতো ৩৭ তম ফোবানা সম্মেলনের দায়িত্ব নিয়েছে বাক।

আগামী সেপ্টেম্বর মাসের ২ এবং ৩ তারিখে কানেক্টিকাটের নিউ হেভেন শহরের অমনি হোটেলে দু’দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মূল প্রতিপদ্য ‘বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি’কে উত্তর আমেরিকায় প্রসার করা।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাহাবুল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ। মাহাবুল্লাহ বলেন, জ্ঞানের রাজ্যে প্রবেশ করলে দুনিয়াকে শাষন করা যায়। এই সংগঠনের যারা আছেন তাদের কাজ হওয়া উচিত বাংলাদেশের বিদ্বান সমাজের সঙ্গে আমেরিকার বিদ্বান সমাজের জ্ঞানের আদান প্রদান করা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের মতানৈক্যের কারণে আমরা একতাবদ্ধ নই। যার কারণে আমেরিকা বাংলাদেশিদের প্রভাব কম। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় লবি খুব শক্তিশালী। পাকিস্তানিরাও জোরালো প্রতিবাদ করে আমেরিকায়। আমরা চাই বাংলাদেশি আমেরিকানরা যেন ঐক্যবদ্ধ থাকে। এই সংগঠন আমাদের সংস্কৃতির নানা বৈচিত্র্য ও প্রাণকে ধারণ করুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App