×

জাতীয়

ঢাকা-বেইজিং : পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৯:২৭ এএম

ঢাকা-বেইজিং : পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গত ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত সেই বৈঠকের আলোচনাকে এগিয়ে নিতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য চীনের সঙ্গে আবারো ‘ফরেন অফিস কনসালটেশন’ হতে যাচ্ছে আজ। এজন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন।

আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সান ওয়েইডেংয়ের। সব কিছু ঠিক থাকলে এবার হয়তো উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের জন্য আমন্ত্রণপত্রও দিতে পারে বেইজিং।

একটি সূত্র জানায়, পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার মধ্যে রোহিঙ্গা গুরুত্ব পাবে। কুনমিংয়ে তিন পক্ষের মধ্যে আলোচনাটি এগিয়ে নেয়া আজকের বৈঠকের একটি অন্যতম উদ্দেশ্য। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে।

আরেকটি সূত্র বলছে, এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবার হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে। এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App