×

জাতীয়

ডলার সংকটে জ্বালানির মূল্য পরিশোধে সমস্যা: রয়টার্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৬:৫৩ পিএম

ডলার সংকটে জ্বালানির মূল্য পরিশোধে সমস্যা: রয়টার্স

ছবি: সংগৃহীত

গত ৯ মে জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, অভ্যন্তরীণ বাজারে বৈদেশিক মুদ্রার সংকট ও কেন্দ্রীয় ব্যাংক ডলারের চাহিদা মেটাতে না পারায় বাণিজ্যিক ব্যাংকগুলো সময়মতো আমদানি ব্যয় পরিশোধ করতে পারছে না। এর আগে গত এপ্রিলে পাঠানো এক চিঠিতে বলা হয়, মে মাসের জন্য নির্ধারণ করা জ্বালানি আমদানি করা না গেলে জ্বালানির মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে। একই সঙ্গে সারাদেশে সরবরাহ ব্যাহত হতে পারে। খবর রয়টার্সের।

বিপিসি জানায়, পাওনা জ্বালানির মূল্য পরিশোধে দেরি হচ্ছে বৈদেশিক মুদ্রা সংকটের কারণে। ফলে দেশের বাণিজ্য ব্যাংকগুলোকে ভারতের পাওনা রুপিতে নিষ্পত্তি করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানায় তারা।

ডলার সংকটের কারণে আমদানি করা জ্বালানি তেলের অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশে। ৬টি বিদেশি কোম্পানি জ্বালানি তেল বাবদ বাংলাদেশ থেকে ৩০ কোটি ডলারের বেশি পাওনা রয়েছে। নিয়মিত অর্থ না পাওয়ায় চাহিদার তুলনায় কম তেল পাঠিয়েছে। এমনকি তেল না পাঠানোর হুমকি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App