×

জাতীয়

বাজার পর্যবেক্ষণের পর আমদানি বিষয়ে সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০১:৩৭ পিএম

বাজার পর্যবেক্ষণের পর আমদানি বিষয়ে সিদ্ধান্ত

ফাইল ছবি

পাইকারিতে পেঁয়াজের দাম কমতির দিকে থাকায় আরো দুই-তিন দিন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পর আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কৃষিমন্ত্রীর মতবিনিময়ের সময় পেঁয়াজের প্রসঙ্গ আসে।

কৃষিমন্ত্রী বলেন, গত ১৫ থেকে ২০ দিন ধরে পেয়াজের বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করে দাম বেড়ে যায়, আবার কিছুটা কমে যায়। দুয়েক দিনের ব্যবধানে বাজার ওঠানামা করে। এই পরিপ্রেক্ষিতে আমরা গত চার-পাঁচ দিন ধরে বাজার বোঝার চেষ্টা করছি। বাজারে কী হচ্ছে; তা দেখছি। ৮০ টাকা কেজি পেঁয়াজ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দাম অনেক কম। কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের দ্বারে দ্বারে গিয়েছি। অধিকাংশ কৃষক বলেছেন, তাদের কাছে পেঁয়াজ পর্যাপ্ত রয়েছে। দাম বাড়ার আশায় তারা ধরে রেখেছেন। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলেছি। দুই-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত পাবেন পেঁয়াজ আমদানি করা হবে কিনা। শনিবার পেয়াজের দাম মণে ৩০০ থেকে ৪০০ টাকা করে কমেছে। যেহেতু কমার লক্ষণ দেখা দিয়েছে দুয়েক দিন দেখব। জানি মানুষের কষ্ট হচ্ছে। তারপরেও আমরা শেষ পর্যন্ত চাষির স্বার্থটা দেখতে চাচ্ছি।

সরকার পেঁয়াজের ‘সিন্ডিকেটকে’ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ভেতরে ভেতরে ব্যবস্থা নেয়া হচ্ছে। পেঁয়াজের দামটা প্রতি কেজি ৪৫ টাকার বেশি হওয়া উচিৎ না। কৃষিমন্ত্রী বলেন, বছরে ২৮ থেকে ৩০ লাখ টন চাহিদা রয়েছে। উৎপাদন হয়েছে ৪০ লাখ টনের মতো।

উল্লেখ্য, পেয়াজের মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে আমদানির অনুমতির (আইপি) ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে ইতোমেধ্যেই চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়, সহজভাবে নিতে পারি না : যুক্তরাষ্ট্রের আরো নিষেধাজ্ঞা আসছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে-এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, আমার ধারণা প্রধানমন্ত্রী যেগুলো বলেছেন, সঠিকই বলেছেন। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে অভ্যন্তরীণ সব বিষয়ে বিদেশি হস্তক্ষেপ আমরা কোনো দিনই কামনা করি না বা সহজভাবে নিতে পারি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App