×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:২৯ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল টেকনাফ উপজেলার কেরুনতলী রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার ও জেটি পরিদর্শন করেছেন।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে প্রতিনিধিদলটি টেকনাফ উপজেলার কেরুনতলীর রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শনে আসেন। ঢাকার চীনা রাষ্ট্রদূত ওয়েন ইয়াওয়ের নেতৃত্বে জিঝয়িা ফেং, চেন জিং ও ইয়াও রোহিঙ্গা প্রত্যাবাসন ঘাটে রোহিঙ্গাদের জন্য নির্মিত সেন্টার ঘুরে দেখেন। পরিদর্শন টিমের সঙ্গে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের অতিরিক্ত কমিশনার খালিদ হোসেন এবং টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান জানান, চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন সেন্টার ও জেটি পরিদর্শন করেন। প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন শেষে প্রতিনিধিদল টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App