×

জাতীয়

শিমু হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৪:০৫ পিএম

শিমু হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য

ছবি: সংগৃহীত

শিমু হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। তিনি শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

সোমবার (১৫ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালতে এ বিষয়ে সাক্ষ্য দেন ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম। তার সাক্ষ্য শেষে আদালত আগামি ২৩ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। ওইদিন আরেক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা সাক্ষ্য দিবেন। মামলাটিতে এখন পর্যন্ত ৭ জনের সাক্ষ্য শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রনি মজুমদার এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বছরের ১৭ জানুয়ারি আলীপুর ব্রিজের পাশে ঝোপের ভিতর থেকে অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বিকেলে অভিনেত্রী শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন- শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদ।

মামলার চার্জশিটে উল্লেখ করা হয়, শিমুকে শ্বাসরোধ করে মেরে তার লাশ বস্তাবন্দী করে নদীতে ফেলে দেন স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু আব্দুল্লাহ ফরহাদ। মামলাটি তদন্ত করে গত ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App