×

জাতীয়

জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০১:৪৩ পিএম

জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসি

ছবি: টিভি থেকে সংগৃহীত

সামরিক স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ মে) দুপুর ১২টায় রাজধানীর আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছয় বছর দেশের বাইরে ছিলাম। তৎকালীন সেনাবাহিনীর কর্তাব্যক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসি। দেশে ফেরার পর আমার পরিবারের হত্যাকারীদের বিচার চাওয়ার অধিকারটুকুও ছিল না। দেশে ফিরেছিলাম শুধু একটি প্রত্যয় নিয়ে।

১৯৭৫ পরবর্তী ক্ষমতার পালাবদল নিয়ে শেখ হাসিনা বলেন, ওই সময়টা হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মধ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল। মানুষের বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। ক্ষমতাসীনরা নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত ছিল। কিন্তু যতবারই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে এবং আছে ততবার দেশের জনগণের সেবায় কাজ করে চলেছে। শেখ হাসিনা বলেন, ‘মহকুমাগুলোকে জেলায় রূপান্তরিত করেছিলেন বঙ্গবন্ধু। আর প্রত্যেক জেলায় উন্নয়নের জন্য গভর্নর নিয়োগ করে সব প্রশাসনিক ব্যবস্থায় নতুন ধারার সূচনাও করেছিলেন তিনি। উন্নয়ন যাতে তৃণমূল পর্যায় পর্যন্ত হতে পারে, সেই ব্যবস্থাটাই তিনি নিয়েছিলেন। আমরা তার পদক্ষেপ অনুসরণ করেই কার্যক্রম পরিচালনা করছি। বর্তমান সরকারও স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কাজ করে চলেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়নের লক্ষ্যই ছিল তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়ন করা; শুধু শহরভিত্তিক মানুষের জন্য নয়। আর তৃণমূল পর্যায়ে মানুষের উন্নতিটা যেন হয়, তাদের ক্রয়ক্ষমতা বাড়ানো, মাথাপিছু আয় বাড়নো এবং তাদের জীবনযাত্রার মান যাতে বাড়ে, সেভাবেই সব পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হয়। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করার পর এখনও আমরা ক্ষমতায় আছি, সেভাবেই কাজ করা হচ্ছে।’ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করা, গৃহনির্মাণ বা ফ্ল্যাট ক্রয় মানে তাদের আবাসন সুবিধা দেয়া ছাড়াও তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষাসহ সব ক্ষেত্রেই যাতে আন্তর্জাতিক মান বজায় রাখা যায়, সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। সরকার দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ যাতে পিছিয়ে না যায়, সেদিকে প্রশাসনিক কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App