×

জাতীয়

মোকার প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৬:৪২ পিএম

মোকার প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা

ফাইল ছবি

কক্সবাজার এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় মোকার প্রভাবে আগামীকাল রবিবার সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। শনিবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে প্রায়ই বিদ্যুতের বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক লাইনে ডালপালাসহ গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এতে বৈদ্যুতিক লাইন ও পোল ক্ষতিগ্রস্ত হয়ে যান্ত্রিক ত্রুটি ঘটে। তাই এমন বৈরি আবহাওয়ার মধ্যে গাছ সড়ানোসহ যান্ত্রিক ক্রটি সারাতে কিছুটা সময় প্রয়োজন হয়। এই অবস্থায় বৈদ্যুতিক সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পিডিবির সকল কারিগরি কর্মীরা তৎপর আছেন।

এছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটজনিত অসুবিধার কারণে আগাম দুঃখপ্রকাশ করেছে পিডিবি।

প্রতিষ্ঠানটি আরো জানয়েছে, ঝড় থেমে গেলেও আপনারা কোনোভাবেই ছেঁড়া তার সরাবেন না। বিদ্যুৎ কর্মীরাই ছেঁড়া তারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি বৈদ্যুতিক ছেঁড়া তার দেখা মাত্র নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App