×

জাতীয়

অতি ঝুঁকিতে সেন্টমার্টিন মহেশখালী কুতুবদিয়া (লাইভ)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৫:৪০ পিএম

অতি ঝুঁকিতে সেন্টমার্টিন মহেশখালী কুতুবদিয়া (লাইভ)

ছবি: সংগৃহীত

অতি ঝুঁকিতে সেন্টমার্টিন মহেশখালী কুতুবদিয়া (লাইভ)

ঘূর্ণিঝড় মোকার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন সেন্টমার্টিন, মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের বাসিন্দারা।

শনিবার (১৩ মে) বিকেল তিনটার দিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, কক্সবাজারের ওপর দিয়ে ঘূর্ণিঝড় মোকার আঘাত হানার ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে। এছাড়া, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে বন্যা, ভূমিধস ও প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে।

একই সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের ভূ-কাঠামোরও স্থায়ীভাবে ক্ষতিরও আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও পর্যটন বিশেষজ্ঞরা। দ্বীপটির বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা না হলে ব্যাপক প্রাণহানি ঘটবে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, সেন্টমার্টিন দ্বীপের মানুষদের জীবন হুমকির সম্মুখীন। যারা সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ করতে পারেননি (ইচ্ছা থাকা সত্ত্বেও) সেসব মানুষকে সন্ধ্যা ছয়টার মধ্যে উদ্ধার করা প্রয়োজন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক বিজ্ঞানী ড. আব্দুল মান্নান বলেন, (ঘূর্ণিঝড়) মোকার প্রভাবে সেন্টমার্টিন দ্বীপ পানির নিচে চলে যাবে (তলিয়ে যাবে), এটা নিশ্চিত। তবে সেটা স্থায়ীভাবে নয়। পাঁচ থেকে সাত ফুট জলোচ্ছ্বাস হলে তো সেন্টমার্টিন দ্বীপ ভেসে থাকার কথা নয়। শুধু জলোচ্ছ্বাস নয়, আজ (শনিবার) থেকে আগামীকাল (রবিবার) পর্যন্ত সেন্টমার্টিনে ভরা জোয়ার আছে। সব ঘূর্ণিঝড় অমাবস্যা অথবা পূর্ণিমাতে আসে। অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হয়। সেন্টমার্টিনে আজ ভরা জোয়ার থাকবে ও আগামীকাল (রবিবার) কিছুটা কমবে। এবার সেন্টমার্টিনের জোয়ার কিন্তু পিক টাইমই ফলো করছে। মানে মোখা উপকূলে আসার সঙ্গে সঙ্গেই জলোচ্ছ্বাস শুরু হবে।

ঘূর্ণিঝড় মোকার অবস্থান জানতে ক্লিক করুন---

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App