×

জাতীয়

শাহবাগে গানে গানে বাউলদের ‘আর্তনাদ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১১:২৮ এএম

শাহবাগে গানে গানে বাউলদের ‘আর্তনাদ’

ফাইল ছবি

নরসিংদীর বেলাবো উপজেলায় সাধুর আশ্রমে হামলা ও বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন বাউল শিল্পীরা।

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘গানের আর্তনাদ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সারাদেশ থেকে অর্ধশতাধিক বাউল শিল্পী অংশ নেন।

হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি বাউল শিল্পীদের নিরাপত্তা দিতে সরকারের কাছে আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। গত রবিবার বিকালে বেলাবো উপজেলার বাবলা স্টিল ব্রিজের পাশে পুলকিত আশ্রমে সাধুসঙ্গ ও গান-বাজনা চলার সময় হামলা ও ভাঙচুর করা হয়। মাতাল অবস্থায় ধর্মীয় বিধিনিষেধের কথা বলে এই হামলা চালানো হয়েছিল বলে আশ্রমের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলকিত আশ্রমের হামলায় খোকন চিশতী নামে এক বাউল প্রায় ১৫০ বছরের পুরানো সারিন্দা হারান। সোমবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭-৮ জনের বিরুদ্ধে বেলাব থানায় মামলা করেন তিনি। পরদিন মঙ্গলবার মামলার প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়।

‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে অংশ নিয়ে খোকন চিশতী বলেন, আমি একটি অমূল্য সম্পদ হারিয়েছি। সারিন্দাটা প্রায় ১৫০ বছরের পুরানো। হামলায় আমার সারিন্দাটা ভেঙে ফেলা হয়। এটা নিয়ে বাউল শিল্পীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App