×

জাতীয়

এডিপি অনুমোদন গতানুগতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৮:৩৯ এএম

এডিপি অনুমোদন গতানুগতিক

ড. জাহিদ হোসেন। ফাইল ছবি

নির্বাচনী বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন গতানুগতিক হয়েছে বলে মনে করেন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন।

সম্প্রতি তিনি ভোরের কাগজকে বলেন, পরিবহন খাত সবসময় সবচেয়ে বড় বরাদ্দ পেয়ে থাকে। এরপরই থাকে জ্বালানি খাত। এবার নির্বাচনী বছর, তাই পরিবহন খাতে খুব বড় ধরনের পরিবর্তন আনেনি সরকার।

এ অর্থনীতিবিদ বলেন, অর্থায়নের দিক থেকে দেখলে, দেশে যেহেতু ডলার সংকট রয়েছে। তাই আমাদের পাইপলাইনে যে ডলার রয়েছে, সেগুলোর ব্যবহারে আরো বেশি জোর দেয়া দরকার ছিল। কারণ দেশীয় অর্থায়নের ওপর এত বেশি নির্ভর করা কতটা যুক্তিযুক্ত হবে তা ভেবে দেখা প্রয়োজন।

তিনি বলেন, ডলার নিয়ন্ত্রণে রাখতে হলে দেশীয় অর্থায়নকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অনুমোদন দেয়া এডিপিতে পাইপলাইনে থাকা ১৪-১৫ শতাংশ ব্যবহারের তাগিদ দেয়া হয়েছে। যদিও এটা বাস্তবসম্মত, তবে বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি; তাতে এ বিষয়গুলোতে আরো একটু মনোযোগ দেয়া দরকার ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App