×

জাতীয়

ঢাকার গরমে হলুদ তরমুজ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০২:৩৫ পিএম

ঢাকার গরমে হলুদ তরমুজ!
ঢাকার গরমে হলুদ তরমুজ!
ঢাকার গরমে হলুদ তরমুজ!

রাজধানীর মতিঝিল এলাকার বি-ওয়াপদা ভবনের সামনে হলুদ তরমুজ বিক্রি হচ্ছে। ছবি: ভোরের কাগজ

ঢাকার গরমে হলুদ তরমুজ!

তরমুজ বলতেই সবুজ কিংবা কালচে সুবজ আবরণের ভেতর লাল টকটকে একটি ফলের ছবি চোখে ভাসে। তবে এর ব্যতিক্রমও আছে। লালের বদলে তরমুজের ভেতরটা এখন হলুদ।

দেশীয় জাতের চেয়ে আকারে ছোট এবং ভেতরে হলুদ বর্ণের এই ফলটি স্বাদেও বেশ মিষ্টি। কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর মতিঝিল এলাকার বি-ওয়াপদা ভবনের সামনে বিক্রি হচ্ছে এমন তরমুজ। বিক্রির চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি।

বিক্রেতা আতাউর মিয়া জানান, ৫০ টাকা কেজি দরে এই তরমুজ তিনি কিনেছেন রাজধানীর কারওয়ান বাজার থেকে। বিক্রি করছেন ৬০ থেকে ৭০ টাকা কেজি। নওগাঁ এলাকা থেকে এই তরমুজ এসেছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App