×

জাতীয়

আচরণবিধি মানতে এবার দুই প্রতিমন্ত্রীকে ইসির চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৪:০৮ পিএম

আচরণবিধি মানতে এবার দুই প্রতিমন্ত্রীকে ইসির চিঠি

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি যথাযথ প্রতিপালন করায় অনুরোধ জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করার জন্য আহ্বান জানিয়েছে ইসি।

বুধবার (১০ মে) এই দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে এ ধরনের আলাদা আলাদা দুটি চিঠি পাঠিয়েছেন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

পলকের একান্ত সচিবের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্রের চিঠির মাধ্যমে জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। ওই নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।

আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালনের বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

একইভাবে নির্বাচনী আচরণবিধিমালা বিস্তারিত উল্লেখ করে বেগম মুন্নজান সুফিয়ানের একান্ত সচিবের কাছে পাঠানো আরেক চিঠিতে বলা হয়, আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্রের চিঠির মাধ্যমে জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ১২-১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। ওই নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাই সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।

চিঠিতে আরপিওর নির্বাচনী বিধিমালার এসব অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিপালনীয় ধারা উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App