×

জাতীয়

ডিএসসিসিতে এবার পশুর অস্থায়ী হাট বসবে ৮টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৬:৫২ পিএম

ডিএসসিসিতে এবার পশুর অস্থায়ী হাট বসবে ৮টি

ফাইল ছবি

# প্রতিটি সংসদীয় এলাকায় হাট বসবে একটি করে # শাহজাহানপুর ও শ্যামপুরে এবার হাট বসছে না
এবারের ঈদুল আযহায় কুরবানির পশু কেনাবেচার জন্য ৮টি অস্থায়ী পশুর হাট ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরইমধ্যে দরপত্রও আহ্বান করেছে সংস্থাটি। প্রথম দফায় আগামী ২৫ মে পর্যন্ত দরপত্র কেনা ও জমা দেয়া যাবে। এছাড়া সারুলিয়ার স্থায়ী পশুর হাটটি থাকছেই। একটি স্থায়ীসহ মোট ৯টি হাট বসছে এবার। গতবছর স্থায়ীসহ ডিএসসিসিতে মোট হাটের সংখ্যা ছিল ১১টি। সেই হিসেবে এবার দুটি হাট কমানো হয়েছে। সেগুলো হলো; উত্তর শাহজাজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব ও আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা। এবার এখানে হাট বসছে না। এই হাট দুইটির ইজারা দরপত্রও আহ্বান করেনি ডিএসসিসি। এবার যেসব এলাকায় অস্থায়ী বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। সেগুলো হলো- ঢাকা-১০ আসন অর্থাৎ ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান এলাকার মানুষ যাতে সহজেই তাদের পছন্দের পশু কেনাবেচা করতে পারে সেজন্য ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকায় হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা-৪ আসন এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো হচ্ছে পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গায়। খিলগাঁও থানার মেরাদিয়া বাজার ও আশপাশের খালি জায়গায় এবারো হাট বসানো হচ্ছে। এই হাটটি পড়েছে ঢাকা-৯ আসনে। লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ম খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন আশপাশের খালি জায়গায়ও হাটের জন্য ইজারা দরপত্র আহ্বান করা হয়েছে। এই এই হাটটি ঢাকা-৮ আসনে অবস্থিত। যাত্রাবাড়ির দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গায় হাট বসানো হবে এবারো। এই হাটটি ঢাকা-৫ আসনে অবস্থিত। ওয়ারীর ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকায় এবারো হাট বসছে। এই এলাকাটি ঢাকা-৬ আসনে অবস্থিত। লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় হাট বসানো হবে। এই এলাকাটি ঢাকা-৭ আসনে অবস্থিত। ডেমরার আমুলিয়া মডেল টাউনেও একটি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। যেটির ইজারা দরপত্র পরে আহ্বান করা হয়েছে। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপ সচিব) মো. রাসেল সাবরিন ভোরের কাগজকে জানান, গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কুরবানির পশু কেনাবেচার জন্য মোট ১১ টি হাট বসানো হয়েছিল। তার আগের বছর করোনা মহামারী বিবেচনায় ক্রেতাদের সুবিধার্থে ১৪টি হাট বসানো হয়েছিল। যানজট পরিস্থিতি বিবেচনায় মেয়রের নির্দেশে আমরা প্রতি বছর হাটের সংখ্যা কমিয়ে নিয়ে আসছি। এবছর ঈদুল আযহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার প্রতিটি নির্বাচনী আসন কেন্দ্রিক একটি করে অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। এতে করে সিটি ক্রেতাদেরও সুবিধা হবে। যানজট পরিস্থিতিও অনেকটা এড়ানো যাবে। সিটি করপোরেশনের রাজস্ব আয়ও বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App