×

জাতীয়

গাসিক নির্বাচন: আ.লীগ প্রার্থীকে শোকজের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:০৬ পিএম

গাসিক নির্বাচন: আ.লীগ প্রার্থীকে শোকজের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করায় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেন তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন তার ব্যাখ্যা নির্বাচন ভবনে এসে দিতে হবে। রবিবার (৩০ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে ইসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আজমত উল্লা সাহেবকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে যে, কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন তার ব্যাখ্যা চাওয়া হবে। কমিশনে এসে তাকে ব্যাখ্যা দিতে হবে। তিনি যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন...। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সেগুলোর বাছাই চলছে। মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান। এছাড়া স্বতন্ত্র থেকে আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App