×

জাতীয়

সুদান প্রবাসীদের দেশে ফিরতে সহযোগিতায় যোগাযোগ নম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৯:৩০ পিএম

সুদান প্রবাসীদের দেশে ফিরতে সহযোগিতায় যোগাযোগ নম্বর

সুদানে যুদ্ধ শুরু হওয়ায় অনেক বাংলাদেশি ঘরের মধ্যে আটকে পড়ে রয়েছেন

দেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরকে বাংলাদেশ দুতাবাসের এই দুই হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

একরামুল হক থার্ড সেক্রেটারি + ২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০ (হোয়াটস অ্যাপ)

বিকল্প- মো. জাহাঙ্গীর আলম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার +৮৮০১৭৩৭১২৫৩৪৯ (হোয়াটস অ্যাপ)

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুদানে সেনাবাহিনী ও মিলিশিয়া বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকা পড়েছে দেড় হাজারের বেশি বাংলাদেশি। তারা জানিয়েছেন, প্রচণ্ড যুদ্ধের মধ্যে তারা নানা জায়গায় আশ্রয় নিয়ে রয়েছেন। খাবারের সংকট রয়েছে, পানি নেই। হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটেও পড়েছেন।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, সুদান থেকে কীভাবে বাংলাদেশিদের নিরাপদে দেশে নিয়ে আসা যায়, সেজন্য তারা কাজ করছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচশোর বেশি বাংলাদেশি ফেরত আসার জন্য নাম তালিকাভুক্ত করেছেন। কিন্তু কবে নাগাদ তারা দেশে আসতে পারবেন, সেই নিশ্চয়তা এখনো মেলেনি।

এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে সুদানে লড়াই শুরু হয় সেনাবাহিনী ও মিলিশিয়া র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর সদস্যদের মধ্যে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App