×

জাতীয়

সাংবাদিক জহিরুল আহসান টিপুর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

সাংবাদিক জহিরুল আহসান টিপুর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক জহিরুল আহসান টিপু। ফাইল ছবি

ভোরের কাগজের সাবেক বার্তা সম্পাদক জহিরুল আহসান টিপুর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১০ সালের ২৩ এপ্রিল তিনি পত্রিকার প্রথম সংস্করণ বের করে রাত সাড়ে ১১টায় বাসায় যান। পরে রাত সাড়ে ১২টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। পরের দিন জানাজা শেষে মধ্যবাড্ডা (বরকতপুর) কবরস্থানে তাকে দাফন করা হয়।

জহিরুল আহসান টিপুর জন্ম ১৯৬৩ সালের ৫ আগস্ট জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আমলিতলা গ্রামে। ১৯৯১ সালে সাপ্তাহিক পত্রিকা ‘সমীক্ষণ’-এ রিপোর্টিংয়ের মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু। ভোরের কাগজের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি কর্মরত ছিলেন। সাংবাদিকতার বেশিরভাগ সময়ও তিনি ভোরের কাগজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি কিছুদিন সমকাল, আমাদের সময় ও দৈনিক ডেসটিনিতে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জহিরুল আহসান টিপু ভাষা সৈনিক মফিজউদ্দীন আহমেদের সন্তান। প্রতিবছরের মতো এবারো তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App