×

জাতীয়

রাজধানীতে গ্যাসের গন্ধ, সতর্ক থাকতে মাইকিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১২:১০ এএম

মগবাজার, মালিবাগ, ইস্কাটন, গ্রিনরোড, আজিমপুর, ধানমন্ডি,  মহাখালী, বাড্ডাসহ রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ এসেছে। সেই কারণে সতর্ক থাকার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি জানিয়েছে তিতাস কতৃপক্ষ। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। বিষয়টি নিয়ে তিতাসের ইমার্জেন্সি অ্যান্ড টেকনিক্যাল টিম (জরুরি ও কারিগরি দল) কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App