×

জাতীয়

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৮:২৫ এএম

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১৩

মোটরসাইকেল দুর্ঘটনা। ফাইল ছবি

ঈদুল ফিতরের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নেত্রকোনায় তিনজন, বগুড়ায় তিনজন, দিনাজপুরে একজন, বরিশালে একজন, যশোরে একজন, মাদারীপুরে একজন, গাজীপুরে একজন, ফরিদপুরে একজন ও মেহেরপুরে একজন রয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে বেশিরভাগই মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাজী সিয়াম (২৪) নামের অপর এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুজন।

বিকেলে উপজেলার কালীগঞ্জ-দোলান বাজার সড়কের পৈলানপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের দিনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে জুবায়ের হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। দুপুর দেড়টার দিকে খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ঈদে ঘোরাঘুরি করতে লেংগুরা থেকে একটি মোটরসাইকেল করে ওই দুজন সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এসময় মোটরসাইকেলে থাকা অপর চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

যশোর

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলা সদরের দোহাকুলা বীরডাঙ্গাপাড়ার ফরিদুল কবিরের ছেলে।

বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হন।

অন্যদিকে বিকেল ৫টার দিকে কাথম মোড়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল নামের একজন নিহত হন।

মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিকেল পৌনে ৫টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল

বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন।

এদিন বিকেলে বরিশাল-ঝালকাঠি সড়কের গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর

ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন মাসুদ রানা (২১)। গরিবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ।

এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছেন। বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App