×

জাতীয়

বাংলাদেশকে ব্যর্থ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৬:২৮ পিএম

বাংলাদেশকে ব্যর্থ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগের ঈদ উপহার বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। ছবি: ভোরের কাগজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াত হত্যা, খুন-গুমের কথা বলে। আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর সব ধরণের নির্যাতন সহ্য করেছে। হত্যার শিকার হয়েছে, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়ানো হয়েছে, জেল-জুলুম হয়েছে। ‘৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন আমরা বিজয় মিছিলও করিনি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই সংযমের প্রতিদান কি পেলাম? ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের ৩০ হাজার নেতা-কর্মী সমর্থককে হত্যা করেছিল ওরা। সংখ্যালঘু সম্প্রদায় ও নারী শিশু নির্যাতন করেছিল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান প্রতি রাতে মানুষকে বিনা বিচারে ফাঁসি দিতো। আড়াই হাজার সেনা কর্মকর্তাকে ফাঁসি দিয়েছিল। আজকে তারা আইন-শৃঙ্খলা ও হত্যা-গুমের কথা বিদেশিদের কাছে নালিশ করে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে গঠিত সংগঠনের নেতৃবৃন্দ গণতন্ত্র চাচ্ছে। যাদের জন্মের মধ্যেই গণতন্ত্র নাই, তারা গণতন্ত্রের কথা বলছে। কিছুদিন আগেও বিএনপির প্রোগ্রামে সাংবাদিক ভাইদের গায়ে হাত দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। তাদের সেই পুরানো চেহারা উন্মোচিত হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে বিদেশীদের কাছে নালিশ করছে তারা। তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ পরশ বলেন, যারা যুবলীগ করতে চান তাদের পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। শেখ হাসিনা যেই রাজনৈতিক মান-স্থাপন করেছেন সেটা অনুসরণ করতে হবে। কোন জনবিচ্ছিন্ন সুশীলদের পূর্বনির্ধারিত সুশাসনের সংজ্ঞা দ্বারা পরিচালিত হতে হবে না। আমাদের সুশাসনের সংজ্ঞা শেখ হাসিনা রচিত করেছেন। সেটা হচ্ছে মানবিকতা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতা। তিনি বলেন, অনেক সরকার দেখেছি কিন্তু, সততা ও ন্যায়পরায়ণতা আর কোন সরকার দেখাতে পারে নাই ৫০ বছরে।

যুদ্ধাপরাধীদের বিচার করেছে। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার খুলে পড়ে দেখুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন কোনো প্রতিশ্রুতি নাই, যেটা শেখ হাসিনা সরকার পূরণ করেননি।

মাইনুল হোসেন নিখিল বলেন, আমরা যখন মানুষের সেবা করছি তখন দেশবিরোধী শক্তি, জনগণের অর্থ লুণ্ঠনকারী দল জামাত-বিএনপি আবারও দেশকে গভীর ষড়যন্ত্র করছে; বিদেশী প্রভুদের কাছে নালিশ করছে। বিদেশী প্রভুদেরকে নিয়ে নামি-দামি হোটেলে ইফতার পার্টি করে চলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App