×

জাতীয়

ওয়ারীর ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০২:৫১ এএম

ওয়ারীর ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

সোমবার রাতে রাজধানীর ওয়ারীতে একটি ছয়তলাবিশিষ্ট ভবনের দোতলায় আগুন লাগে। এরপর ৪৫ মিনিটের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রান্সফর্মার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ছবি: ইন্টারনেট

ওয়ারীর ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
ওয়ারীর ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ওয়ারীতে একটি ৬ তলা ভবনের দোতলায় আগুন লেগেছে। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিট পর ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এর ফলে সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনে ৬ তলা ভবনের ২ তলায় আগুন লাগে। রাত ১টা ৫৫ মিনিটের দিকে খবর পেয়ে প্রথম ইউনিট ২টার সময় ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরো ৯টি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপনে কাজে যোগ দিয়ে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে বিস্তারিত বলা সম্ভব বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App