×

জাতীয়

সৈয়দা রাহেলা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৭ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০২:০৮ পিএম

সৈয়দা রাহেলা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৭ এপ্রিল

ছবি: ভোরের কাগজ

পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক এবং বাংলা ইনসাইডারেরর প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের মা বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ এপ্রিল)।

২০২১ সালের ১৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

সৈয়দা রাহেলা বেগম দীর্ঘ ৫০ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন। রংপুরে নারী শিক্ষার অগ্রগতিতে তার অবদান সর্বজন বিদিত। টানা ৩৭ বছর তিনি মুন্সিপাড়ার মরিয়ম নেছা স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সৈয়দা রাহেলা বেগম রংপুরে একজন আলোচিত ব্যক্তিত্ব। মৃত্যুকালে তিনি ৩ ছেলে এবং ১ কন্যা সন্তান রেখে গেছেন।

প্রয়াত সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জের চত্রায়, রংপুর শহরে এবং ঢাকায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন তার সন্তানরা। প্রয়াত সৈয়দা রাহেলা বেগমের রুহের মাগফিরাত কামনা করে তার সন্তানরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App