×

জাতীয়

মেস থেকে নবাবপুরে আগুনের সূত্রপাত, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০১:৪২ এএম

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে আগুনের সূত্রপাত মেস থেকে বলছে প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করে রাত পৌনে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা ফায়ার সার্ভিস।

আগুন লাগার সময় ঘটনাস্থলে উপস্থিত মো. রিমন সরকার ভোরের কাগজকে জানান, তারাবি নামাজের শেষে দেখি কোহিনুর ভবনে আগুন জ্বলছে। এরপর বিকট কয়েকবার শব্দ হয়। তারপর আগুন বাড়তে থাকে। প্রথমে মেসে আগুন লাগে। মেসের সদস্যরা জিনিসপত্র নিয়ে নীচে নামতে দেখি। তাদের কাছ থেকে জানতে পারি মেসে আগুন লেগেছে। এরপর আগুন বাইরের আশেপাশের পাইপ, প্লাস্টিক কারখানায় এমনকি নবাবপুর টাওয়ারের নীচের অংশেও আগুন ছড়িয়ে পড়ে। এরপর ট্রান্সমিটারে আগুন লাগে। এরপর আশেপাশের লোকজন পানি দিয়ে নিভাতে থাকে। এরপর প্রথমে বিদ্যুত অফিসের লোকজন আসে। তারপর ফায়ারসার্ভিস প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে এসে আগুন নেভাতে থাকে।

আগুন লাগা ভবনের ডিসেন্ট বেকারি কারখানার কর্মী আবুল হাসান মিঠু বলেন, আমাদের বেকারি ভবনের তিন তালায় মেসে আগুন লাগে। এরপর পাইপ মার্কেটে আগুনে পুড়ে অনেক ক্ষতি হয়েছে। আমাদের ডিসেন্ট বেকারির কারখানার তেমন ক্ষতি হয়নি। তবে স্টাফদের রুম পুড়ে গেছে।

অবশ্য আগুন লাগা মেসের সদস্য মো. বেলাল ভোরের কাগজকে বলেন, আগুন মেসে লাগেনি। লেগেছে মেসের পশ্চিমপাশে গোডাউন থেকে। প্রথমে একটি বিকট শব্দ হয়। তারপর দেখি ধোঁয়া আর ধোঁয়া। এরপর নিচে আসি। পরে দেখি পাইপ মার্কেট আগুনে পুড়ছে। ডিসেন্ট ব্যাকারির স্টাফদের রুম পুড়েছে। আমাদের মেসের জিনিসপত্র পুড়ে গেছে। আমার ভাইয়ের ২০ হাজার টাকা ও আমার পাঁচ হাজার টাকা রুমে ছিল পুড়ে গেছে। ঈদের মার্কেট করতে টাকা রেখেছিলাম। সব শেষ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমে বলেন, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। পরে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App