×

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল

ফাইল ছবি

এবারের বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা উদযাপন নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়।

অর্থাৎ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আব্যশিকভাবে করার যে নির্দেশনা দিয়েছিলো তা বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনায় সব স্কুল-কলেজে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান ‘জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। এর আগে বিকেলে মাদরাসা শিক্ষা অধিদপ্তর মঙ্গল শোভাযাত্রা বাতিল করি জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নতুন নির্দেশনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App