×

জাতীয়

টানা ১২ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৫:৩৪ পিএম

টানা ১২ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা

প্রতীকী ছবি

টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল তিনটায় চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠেছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় সব শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচণ্ড গরমে মানুষ ঘরের বাইরে আসতে পারছে না। বিশেষ করে দিনমজুর শ্রেণিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবেচেয়ে বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। টানা ১২ দিন ধরে চুয়াডাঙ্গা জেলা আছে দেশের তাপমাত্রার শীর্ষ অবস্থানে। সকাল থেকে থাকছে তীব্র গরম। এতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিশেষ করে শিশু ও পূর্ণবয়স্করা বেশি অসুবিধায় পড়েছেন। তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাসরিন বলেন, আবহাওয়ার হিসাব অনুযায়ী ৩৬-৩৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮-৪০ ডিগ্রি পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা এখন ৪১ ডিগ্রি হয়ে গেছে। এখন বলা যাবে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App