×

জাতীয়

মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন জাফরুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০২:২০ পিএম

ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন অসাধারণ সাহসী দেশপ্রেমিক এবং সৎ ও নির্ভীক মানুষ। তিনি স্পষ্টবাদী ছিলেন। এই রাষ্ট্রকে সত্যিকারের অর্থে জনগণের রাষ্ট্র, সমাজকে সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি সারাজীবন নিজেকে উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি অত্যান্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সহ দলটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের জন্য কথা বলতে কখনও পিছপা হননি। সবাই যেন স্বাস্থ্যসেবা পায় সেজন্য তিনি আজীবন কাজ করেছেন। তার গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য হাসপাতাল, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তার ওষুধ- সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল তার স্বপ্ন। তিনি স্বাস্থ্যনীতি করতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। সেটা করতে পারলে দেশের সব মানুষই স্বাস্থ্যসেবা পেতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App