×

জাতীয়

দেশে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, ১৪ হাজার মেগাওয়াট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১১:৪২ পিএম

দেশে মোট ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি সর্বোচ্চ।

বুধবার (১২ এপ্রিল) বিষয়টি এক প্রতিবেদনে নিশ্চিত করেছেন বিদ্যুৎ. জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রাত নয়টার পর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট; যা বাংলাদেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।

রাতে প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এসব তথ্য উল্লেখ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার ১১ এপ্রিল রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। এর আগে ২০২২ সালের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App