×

জাতীয়

আল আকসায় হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১২:১৬ এএম

আল আকসায় হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

মসজিদ আল আকসা

সম্প্রতি গাজা উপত্যকা ও পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ।

শনিবার (৮ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে বাংলাদেশ এ নিন্দা জানায়।

ওআইসিতে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবুল হাসান মৃধা ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আবুল হাসান বলেন, ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনের জনগণের মৌলিক নাগরিক অধিকার খর্ব করা, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, ধর্মের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ধরে রাখতে হবে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে ও ফিলিস্তিনের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ওআইসিতে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ড. সালেহ সুহাইবান। ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা ও বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App