×

জাতীয়

ঈদ কেনাকাটায় জমে উঠেছে ডিএনসিসি হলিডে মার্কেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৯:১০ পিএম

ঈদ কেনাকাটায় জমে উঠেছে ডিএনসিসি হলিডে মার্কেট

ছবি: ভোরের কাগজ

ঈদ কেনাকাটায় জমে উঠেছে ডিএনসিসি হলিডে মার্কেট

চলতি সপ্তাহের শুক্র ও শনিবার (৭-৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁও আইসিটি সড়কে এসএমই উদ্যোক্তাদের সর্ববৃহৎ হলিডে মার্কেটের দশম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

ডিএনসিসির এই উদ্যোগ এরই মধ্যে সাধারণ ক্রেতা-বিক্রেতার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। ঈদ উপলক্ষে দেশসেরা এসএমই উদ্যোক্তারা হাজার হাজার মানসম্মত দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হলিডে মার্কেটে আগত ক্রেতা সাধারণের জন্য। শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, চুরি, লেডিস ব্যাগ, অর্নামেন্টস (গহনা), চামড়াজাত পণ্য, কিডস আইটেম (শিশুদের খেলনা, প্রসাধনী ও অন্যান্য জিনিসপত্র), খেলনা, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, হোম ডেকর পণ্য, মসলা জাতীয় পণ্য, ফাস্ট ফুড, ড্রাই ফ্রুট , জুস কর্নার, খাবার দোকানসহ সব ধরনের পণ্যের স্টল থাকছে এই মার্কেটে।

আগারগাঁও আইসিটি সড়কে এরই মধ্যে হলিডে মার্কেট এর নয়টি আসর অনুষ্ঠিত হয়েছে ও এই হলিডে মার্কেট থেকে গত নয় সপ্তাহে প্রায় পৌনে তিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়েছে।

উল্লেখ্য, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার হলিডে মার্কেট অনুষ্ঠিত হয়ে থাকে। তবে রমজান উপলক্ষে মার্কেট দুপুর দুইটা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App