×

জাতীয়

ছিনতাই হওয়া দুই জঙ্গি দেশেই আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৪:৩০ পিএম

ছিনতাই হওয়া দুই জঙ্গি দেশেই আছে

শুক্রবার সোহেলের স্ত্রী শিখাসহ দুই জঙ্গি গ্রেপ্তার হন। ছবি: ভোরের কাগজ

ছিনতাই হওয়া দুই জঙ্গি দেশেই আছে

শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। ছবি: ভোরের কাগজ

ছিনতাই হওয়া দুই জঙ্গি দেশেই আছে

ঢাকার আদালত থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গি দেশেই আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

শনিবার (৮ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে পালিয়ে যাওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী ফাতেমা তাসনিম শিখাকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিক বিস্তারিত তুলে ধরেন এই সিটিটিসি কর্মকর্তা।

[caption id="attachment_421290" align="aligncenter" width="1600"] শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। ছবি: ভোরের কাগজ[/caption]

পালিয়ে যাওয়া জঙ্গিরা দেশেই আছেন নাকি পালিয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তারা দেশেই আছেন। ছয় মাস ধরে তারা পরিকল্পনা করলো, এরপর দুজনকে ছিনিয়ে নিলো। এখানে কী গোয়েন্দারা ব্যর্থ এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, সবকিছুই যে গোয়েন্দারা জানতে এমন কোনো কথা নেই। কাজটি তারা অতি গোপনে করেছে। স্ত্রী পরিচয় দিয়ে পালিয়ে যাওয়া জঙ্গির সঙ্গে দেখা করেছে। স্বামী-স্ত্রী যখন হাজতখানায় দেখা করেছে ইশারা-ইঙ্গিতে তারা পালিয়ে যাওয়ার প্ল্যান (পরিকল্পনা) সম্পর্কে বলেছে। আমরা যারা এসব নজদারি করি, তাদের নজর এড়িয়ে তারা কাজটি করতে সক্ষম হয়েছে।

দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার দিন আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা আদালত চত্বরে ছিল কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, হ্যাঁ, তারা সেখানেই ছিলেন। পৃথক দুটি মোটরসাইকেলে জঙ্গিরা পালিয়ে গিয়েছিল। সেটা মনিটরিং করেছে শিখা আর আইমান। এই অভিযানে ১০-১২ জন অংশগ্রহণ করেছিলো।

গত বছরের ২০ নভেম্বর ঢাকার একটি আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়া হয়। হামলা বা জঙ্গি ছিনিয়ে নেয়ার সিদ্ধান্ত সংগঠনের শীর্ষ নেতৃত্ব পর্যায় থেকে এসেছে বলে জানিয়েছে সিটিটিসি।

সংস্থাটির প্রধান বলেন, জঙ্গিদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনা শীর্ষ পর্যায় থেকে এসেছিল। এর বাইরে পরিকল্পনায় আরো যারা যারা ছিলো, তাদের নামগুলো আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে নামগুলো বলছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App