×

জাতীয়

সংসদে সাতটি বিল উত্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৩:২৭ পিএম

জাতীয় সংসদের বৃহস্পতিবারের (৬ এপ্রিল) অধিবেশনে সাতটি বিল উত্থাপিত হয়েছে। বিলগুলো হলো- ‘বাংলাদেশ বিমান অর্ডার-২০২৩’, বিলটি উত্থাপন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) ২০২৩’ বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

চিড়িয়াখানায় প্রাণী সংগ্রহ, লালনপালন, কল্যাণ, চিকিৎসা, সংরক্ষণ , নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ‘চিড়িয়াখানা বিল ২০২৩’ উত্থাপন করেন। এরপরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর বিল ২০২৩’ উত্থাপন করেন। ‘অত্যাবশ্যক পরিসেবা বিল ২০২৩’ উত্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সর্বশেষ ‘ঔষধ ও কসমেটিকস ২০২৩’ বিল উত্থাপিত হয়।

উত্থাপিত সাতটি বিল পরে ৩০ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App