×

জাতীয়

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৩৩ এএম

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা, নৌ ও বিমানবাহিনীর ফায়ার সার্ভিস। এর আগে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ৬ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বঙ্গবাজারের আগুনের ঘটনায় রাজধানীতে ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। এদিকে, বঙ্গবাজারে আগুনের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। অনেকে রাস্তায় বসে পড়ে আহাজারি করতে থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারা বছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App