×

জাতীয়

কারামুক্ত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৬:৫৫ পিএম

কারামুক্ত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। ফাইল ছবি

কারামুক্ত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান

ছবি: সংগৃহীত

কারামুক্ত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান

সবার মতামত নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের আশ্বাস

কারামুক্ত হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। এর আগে দুপুরে  ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় দায়ের করা মামলায় জামিন পান তিনি। এসময় সবার মতামত নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের আশ্বাস দেয়া হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কেরানীগঞ্জস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্তির পর অনুভূতি জানিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান বলেন, ‘সারা দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা আমার পাশে ছিলেন। তারা চেষ্টা করেছেন। সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘আমার অফিস থেকে শুরু করে দেশের সাংবাদিক সমাজ, আমার ক্যাম্পাসের ছোটভাইয়েরা যারা আমার সঙ্গে সবসময় ছিলেন। এটা আমার আনন্দের বিষয়।’

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পান শামসুজ্জামান। সোমবার দুপুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন শামসুজ্জামান। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

শামসুজ্জামানের পক্ষে আদালতে আরো উপস্থিত ছিলেন আইনজীবী মাহবুবুল হক, আশরাফ-উল-আলম, চৈতন্য চন্দ্র হালদার, সুমন কুমার রায়, বাহাউদ্দিন ইমরান, আমিনুল গণি।

শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন শুনানিতে বলেন, ‘সাভার স্মৃতিসৌধ এলাকায় ১২-১৩ জন ফুল বিক্রেতার বক্তব্য আর একজন দিনমজুরের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ মামলার অভিযোগ কোনোভাবেই সত্য নয়। হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। মামলা না করে প্রেস কাউন্সিলে অভিযোগ দেওয়া যেতে পারত। কারাগারে আটক শামসুজ্জামানের জামিন প্রার্থনা করছি।’

জামিনের বিরোধিতা করে পিপি আবদুল্লাহ আবু শুনানিতে বলেন, ‘যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্দেশ্যে এসব কাজ করছে। এ মামলার বিষয়বস্তু অনুযায়ী আসামি অপরাধ করেছেন। এ মামলায় আসামির জামিনের বিরোধিতা করছি।’

[caption id="attachment_420035" align="aligncenter" width="700"] প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। ফাইল ছবি[/caption]

শুনানিতে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী নজিবউল্লাহ হিরু বলেন, ‘দেশের যখন স্বাধীনতা ছিল না, তখন স্বাধীনতার জন্য কথা বলা হয়েছে। এখন কি দেশে ভাতের স্বাধীনতা নেই? উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। যার বক্তব্য প্রকাশ করা হলো, সেই জাকির কোথায়? সরকারের ভালো তাদের চোখে পড়ে না।’

গত ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘ফটোকার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি দেয়া হয় একটি শিশুর। পোস্ট দেয়ার পর অসঙ্গতি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

এ ঘটনার জেরে গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, থানায় নথিভুক্ত হওয়া এজাহার অনুযায়ী মামলাটি হয়েছে। বাদীর পরিচয় লেখা হয়েছে, তিনি ঢাকার কল্যাণপুরের বাসিন্দা। তার ফেসবুক পেজের দেয়া তথ্য অনুযায়ী, যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পদাধিকার করছেন তিনি। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App