×

জাতীয়

বিজিবি ও বিজিপি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:৫১ পিএম

বিজিবি ও বিজিপি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটেলিয়ান (৩৪ বিজিবি) এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ১০টায় মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত পিলার ৩১/১-এস এর কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অন্যদিকে মায়ানমারের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নম্বর (২) বিজিপি’র অধিনায়ক লে. কর্ণেল কিয় নাইং সোই। পতাকা বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ ভবিষতে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App