×

জাতীয়

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৪:৩৮ পিএম

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্বেগ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও ছয়জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

রবিবার (৫ মার্চ) এক বিবৃতিতে ফ্রন্টের পক্ষ থেকে এ ঘটনায় অবহেলার জন্য দায়িদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের পূনর্বাসনের দাবি জানিয়েছে।

একই সঙ্গে প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন ও সেইফটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল।

বিবৃতিতে নেতারা বলেন, সীতাকুণ্ড-বারবকুণ্ড ভারী শিল্প এলাকায় একের পর এক দুর্ঘটনা গভীর উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি করেছে। সীমা অক্সিজেন কারখানার পাশে গত বছর বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ জন নিহতের ক্ষত শুকাতে না শুকাতেই আবারো ছয়জন নিহত ও ২৫ জন আহত। সীমা গ্রুপের মত বড় প্রতিষ্ঠান যেখানে অক্সিজেন তৈরি হতো সেখানে এ ধরনের বিস্ফোরণ কারখানার নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। দেশের শিল্প প্রতিষ্ঠান মালিকের মুনাফার দিকে যত নজর দিয়েছে নিরাপদ কর্মপরিবেশ দিকে তত নজর দেয়নি। এখানে একই সঙ্গে একটি কারখানার নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ যাদের তদারকি করার কথা সেই সব সরকারি প্রতিষ্ঠান কলকারখানা পরিদর্শন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও সীমাহীন অবহেলাও গভীর উদ্বেগের। শিল্প মালিক ও সরাকারি নজরদারি প্রতিষ্ঠানের সীমাহীন অবহেলা ও দায়িত্বহীনতার ফলে দেশের বিভিন্ন শিল্প এলাকায় অসংখ্য শ্রমিক কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, আহত ও পঙ্গুত্ব বরণ করছেন।

বিবৃতিতে নেতারা অবিলম্বে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অবহেলায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসন করার দাবি জানিয়েছেন এবং প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন ও সেইফটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

কর্মসূচি: উপরি উক্ত দাবিতে সমাজাতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে আগামী ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App