×

জাতীয়

নবীন ফ্যাশনের লাভের টাকা চলে যায় মানবতার সেবায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৪:৩১ পিএম

নবীন ফ্যাশনের লাভের টাকা চলে যায় মানবতার সেবায়

ছবি: ভোরের কাগজ

বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি লালন করে দীর্ঘদিন ধরে বাহারি পাঞ্জাবি বিক্রি করেছে পুরান ঢাকার নবীন ফ্যাশন। চড়া দামের এই বাজারে মাত্র তিনশত টাকায় শখের পূরণ করতে পারে যে কেউ। নবীন ফ্যাশনের লাভের অংশ চলে যায় অসহায় গরীব মানুষের কাছে।

নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান, দেশে ৯৫ ভাগ পুরুষ তার আয়ের সবটুকুই পরিবারের জন্য ব্যয় করেন কিন্তু নিজের জন্য বাজেট বরাদ্দের সুযোগ থাকে না। আমাদের ইচ্ছা সেই সকল পুরুষকে অল্প টাকায় সুন্দরভাবে সাজিয়ে তোলা। এখানে ৩০০ টাকায় পাঞ্জাবি,পায়জামা, কাবলি সেট ও কটি পাওয়া যায়। সবাই যখন দাম বাড়ানোর কাজে ব্যস্ত ঠিক তখনই আমরা দাম কমানোর কাজে ব্যস্ত রয়েছি। কম দামের বিক্রির উদ্দেশ্য হলো, এই প্রতিষ্ঠানের লাভের অংশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। লাভের টাকায় সামনের রমজানে গরীবদের ইফতার ও সেহরি বিতরণ করা হবে।

জানা যায়, ১৯৮৮ সাল থেকে এই নবীন ফ্যাশন এর যাত্রা শুরু। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ১২টি স্থানে তাদের শাখা রয়েছে। খুব শিগগিরই আরো ৩৮টি নতুন শাখা চালু করতে কাজ কর যাচ্ছে প্রতিষ্ঠানটি। ঢাকায় সর্বমোট ৫০টি শাখা চালু করার পর বাংলাদেশ এর বিভিন্ন জেলায় নিজেদের শাখা চালু করবেন। ৩০০ টাকা থেকে শুরু করে এই দোকানে ৬৩০০ টাকা দামেরও পাঞ্জাবি বেচাকেনা হয়।

পাঞ্জাবি কিনতে আসা এক ক্রেতা আফসা ইসলাম জানান, এই দোকানের পাঞ্জাবির দাম অন্য দোকানগুলোর থেকে অনেক কম। মানের দিক বিবেচনায় অনেক উন্নত, সেই সাথে এখানের কাপড়ের মানও খুব ভালো। আমার ছেলে এখান থেকে পাঞ্জাবি কিনেই সবসময় পরে। তাই ছেলের জন্য আবারও এই দোকান থেকে পাঞ্জাবী কিনতে আসলাম। ওরা লাভের অংশ মানবিক কাছে ব্যবহার করে তাই এখান থেকে পাঞ্জাবি কিনি।

এই প্রতিষ্ঠানির ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে পাঞ্জাবির ব্যবসা করি। আমার বাবার ব্যবসায়িক ইতিহাস ধরে রাখতে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। বর্তমানে প্রতিটি জিনিসপত্রের দাম বেশি। যেখানে একটি পাঞ্জাবির মজুরি ৩০০ থেকে ৫০০ টাকার উপরে সেখানে নবীন ফ্যাশন থেকে ৩০০ টাকা দিয়েই সুন্দর একটি পাঞ্জাবি পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App