×

জাতীয়

বইমেলায় পুলিশের চিরুনি অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ পিএম

বইমেলায় পুলিশের চিরুনি অভিযান

ছবি: সংগৃহীত

অমর একুশে বই মেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ ঘটনায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ডগ স্কোয়াড নিয়ে বিশেষ এ অভিযান শুরু করে পুলিশ।

জানা যায়, বোমা হামলার হুমকির বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এ ক্ষেত্রে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কোণায় ডগ স্কোয়াড দিয়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

মেলা ঘুরে দেখা যায়, হুমকির পর থেকে মেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে মেলায় শিশুপ্রহর শুরু হওয়ার কথা থাকলেও সেখানে অংশগ্রহণকারী অভিভাবক ও শিশুদের সংখ্যা একেবারেই কমে গেছে।

বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অতীতে এ ধরনের জঙ্গি সংগঠনগুলো দেশে বেশকিছু নাশকতা চালিয়েছে। তাই জঙ্গিদের হুমকি নিয়ে আমরা আতঙ্কিত। তবে আমরা ভরসা রাখছি পুলিশ প্রশাসনের ওপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App