×

জাতীয়

ভাষা শহিদদের বেদীতেও পেশীশক্তি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ পিএম

ভাষা শহিদদের বেদীতেও পেশীশক্তি!

বুধবার বিকেলে রাজধানীর টিকাটুলিতে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। ছবি: ভোরের কাগজ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, ভাষা সৈনিকরাই স্বাধীনতা যুদ্ধের বীজ রোপণ করেছিলো। যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের বেদীতে কেন আজ হানাহানি। বর্তমানে তাদের স্মৃতিসৌধেও পেশীশক্তির ব্যবহার হচ্ছে। পুষ্প দেয়ার প্রতিযোগিতায় দুর্বলের উপর সবলেরা ঝাপিয়ে পড়ছে। সেখানেও ক্ষমতার অপব্যবহার। এগুলো কীসের আলামত?

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর টিকাটুলিতে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী ফিরোজ বলেন, স্বাধীনতার পরের প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে বড় হতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজ কোমলমতি শিশুদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা চলছে। পাঠ্যপুস্তকে অপ্রয়োজনীয় ও বিতর্কিত বই সরবরাহ করা হচ্ছে। আমরাও তো যুগ যুগ ধরে পড়ে এসেছি, কই আমাদের তো কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করে কি উদ্দেশ্যে কারা এই অপকর্মে লিপ্ত হচ্ছেন, এতে কারা জড়িত? তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না?

বর্তমানে অর্থ ছাড়া কিছুই হয় না উল্লেখ করে তিনি আরো বলেন, মেধা যেন আজ মূল্যহীন। টাকা ছাড়া চাকরি মিলছে না। সভা-সমাবেশ করতে টাকা দিয়ে লোক আনতে হয়, এমনকি মিলাদে অংশ নিতেও টাকা দিয়ে লোক ভাড়া করতে হয়। এ সংস্কৃতি থেকে বের হতে হবে। আমরা যারা ভাষার জন্য সংগ্রাম করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি, কোনো কিছুর বিনিময়ে করিনি। নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে, সৎ মানুষ হবার অনুপ্রেরণা দিতে হবে। স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর লাভলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিতাশী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শাহীন আরা নাসরিন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য আবু নাসের সিদ্দিক, হাজী ফারুক, মনির হোসেন শাহীন, সাগুপ্তা সুলতানা, প্রকাশ কুমার সরকার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App