×

জাতীয়

জোট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৬ এএম

জোট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি

দিলীপ বড়ুয়া

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতা দিলীপ বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট গঠিত হয়েছে। আমাদের এ জোট একটা আদর্শিক জোট। এ জোট মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের জোট। ১৪ দলীয় জোট অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জোট। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই ১৪ দলের লক্ষ্য। সে লক্ষেই আমরা কাজ করছি। আমাদের সবার একই উদ্দেশ্য। আমরা চাই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে।

সম্প্রতি ভোরের কাগজকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪ দল সম্প্রসারিত করার কোনো সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ১৪ দলীয় জোটে বিভিন্ন সময়ে অনেকেই আসতে চায়। জোট বাড়বে কি বাড়বে না, সে বিষয় নিয়ে আমাদের মধ্যে এখনো তেমন আলোচনা হয়নি। নির্বাচনকে সামনে রেখে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এরকম কোনো রাজনৈতিক দল যদি আসতে চায় সেটা আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। সেটা নির্বাচনী জোটও হতে পারে। তবে আমরা নীতি ও আদর্শহীন কোন দলকে ১৪ দলীয় জোটে চাই না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App